মাগুরার মহম্মদপুরে বাসচাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালক রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও যাত্রী ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।
দৈনিক বাংলাকে তথ্য নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মাগুরা থেকে ছেড়ে আসা এমপি ক্ল্যাসিক বাস দুপুরে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে বাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই ওই দুজন বাসের নিচে চাপা পড়ে মারা যায়।
খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন। তারা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম ও ওসি ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার জানান, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন। তাদের মধ্যেও দুজনের অবস্থা গুরুতর।’
ওসি ইকরাম হোসেন বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’