মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের নিমিত্তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনওজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন,
শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগমসহ এছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিগণ, সুশীল সমাজ, ইমাম, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।