জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে আয়োজিত সংস্থার সাধারণ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এই বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানায় বিবিসি।
চীন, সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশসহ ২৪টি দেশ ছিল রাশিয়ার পক্ষে। আর ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, মিসর, দক্ষিণ আফ্রিকাসহ ৫৮টি দেশ।
ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সের্গি কিসলিতসিয়া রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের অভিযোগ আনেন। তার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৩টি দেশ, ২৪টি ভোট দিয়েছে এই প্রস্তাবের বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ।