শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের প্রস্তাব বাংলাদেশের
রিপোর্টারের নাম / ১৬২ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

র‍্যাব ও সংস্থাটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরমানের সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রস্তাব দিয়েছেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সফররত মাসুদ বিন মোমেন বৈঠকে র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। এ সময় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত সন্ত্রাসবাদ দমন, চরমপন্থা ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা বাধাগ্রস্ত করবে। র‍্যাবের কার্যপ্রণালি সংশোধনের বিষয় ও র‍্যাব সদস্যদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি প্রক্রিয়া স্থগিত থাকাকে বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞায় আংশিক ছাড় দিতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেন তিনি।

এগুলো ছাড়াও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী, জাতিসংঘ শান্তি মিশন, জলবায়ু পরিবর্তন ইস্যুতেও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ