শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিরপুরে চলছে টাইগারদের দলীয় অনুশীলন। স্কিল ক্যাম্পে যোগ দিয়েছেন ২৪ ক্রিকেটার। ম্যাচের আবহে দুই ভাগে ভাগ হয়ে প্র্যাকটিস সেরেছেন তামিম-মুশফিকরা। করোনা আক্রান্ত হওয়ায় মিরপুর একাডেমীতে আইসোলেশনে আছেন আবু জায়েদ রাহী।
অলস সময় কাটছে আবু জায়েদ রাহীর। করোনা আক্রান্ত হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমীতে থাকতে হচ্ছে আইসোলেশনে।
শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা এখনও আগের মতোই। তবে ভিন্নতা এসেছে টাইগারদের অনুশীলনে।
প্র্যাকটিস সেশনের পরিকল্পনা বুঝে নেন ক্রিকেটাররা। হালকা স্ট্রেচিংয়ে শুরু পঞ্চম দিনের অনুশীলন। তবে, তর সই ছিলোনা মুশফিকের। নেটে নামার আগেই একটু ব্যাটটা চালিয়ে নেন মুশি।
হোম অব ক্রিকেটে তৈরি করা হয়েছিলো ম্যাচের পরিবেশ। একপাশে তাসকিন-হাসান মাহমুদদের মুখোমুখি দুই ওপেনার তামিম-সাদমান। আরেক পাশে রুবেল-আল আমিনদের সামনে সাইফ-ইয়াসির।
স্কোরবোর্ড শূন্য। টার্গেট কতো, হয়তো হিসেব রাখেনি কেউ। তবুও প্রতিপক্ষকে জবাব দিতে নামেন মুশফিক-মাহমুদউল্লাহ-শান্ত-মুমিনুলরা। একদিন বিশ্রামের পর ক্যাম্পে ফিরে প্রতীকী ম্যাচ খেলেছেন লিটনও।
পেসারদের পর বোলিং করেছেন স্পিনাররা। হাত ঘুরিয়েছেন তাইজুল-মিরাজ-নাঈম হাসান। ম্যাচের মতোই স্লিপ আর শর্টে দাঁড়ানো ফিল্ডারদের জাল গলে বের হওয়ার চেষ্টা করে গেছেন ব্যাটসম্যানরাও।
একপাশে দাঁড়িয়ে খেয়াল রেখেছেন রাসেল ডমিঙ্গো-ওটিস গিবসনরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হোক বা না হোক, সামনে যে খেলা আছে অনেক। মনে মনে হয়তো সেসবেরই হিসেব মেলানোর চেষ্টা করেছেন দুই কোচ।