শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৫টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জঙ্গলে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেন উদয়ন এক্সপ্রেস একটি হেলে পড়া গাছে ধাক্কা দিলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, রাতে প্রবল বৃষ্টির কারণে লাউয়াছড়া বনের ভেতরে কয়েকটি গাছ রেললাইনের ওপর হেলে পড়েছে।
ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঢাকা থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।