উয়েফা সুপার কাপ ফুটবলের ফাইনালে সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হাঙ্গারির বুদাপেস্টে স্প্যানিশ ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে চলতি বছরে এ নিয়ে চতুর্থ শিরোপা জয়ী হওয়ার স্বাদ পেলেন জার্মান চ্যাম্পিয়নরা।
খেলা শুরুর ১৩ মিনিটে লুকাস ওকাম্পোস পেনাল্টিতে গোল করলে এগিয়ে যায় সেভিয়া। ৩৪ মিনিটে লিওন গোরেৎজকার গোলে বায়ার্ন মিউনিখ ১-১ গোলের সমতায় ফিরলে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুই দলের শক্তিশালী আত্মরক্ষামুলক ফুটবলে ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে গোল পেতে ব্যর্থ থাকে সেভিয়া এবং বায়ার্ন।
তবে শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে জাভি মার্টিনেজের গোলে ফলাফল দ্বিগুন করে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। এই সুপার কাপ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম ইউরোপে মাঠের ফুটবল খেলায় দর্শক ফিরেছে।