শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় পড়েননি, ফেইসবুক তথ্য গুজব 
রিপোর্টারের নাম / ১৪১ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘‌ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে, তবে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।

হানিফ সংকেতের দীর্ঘদিনের সহযোগী মিঠু কিবরিয়া জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সুস্থ আছেন আলোচিত টিভি ব্যক্তিত্ব।

মিঠু দৈনিক বাংলাকে বুধবার দুপুর ১২টার দিকে বলেন, ‘হানিফ সংকেত সুস্থ আছেন। তিনি বাসা থেকে কর্মস্থলে আসছেন। এখানে তার একটি মিটিং রয়েছে।’

এর আগে ফেসবুকে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে হানিফ সংকেতের মৃত্যু নিয়ে পোস্ট দেয়া হয়। মেহেদি হাসান মাসুম নামের একটি আইডিতে দেয়া পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক Hanif Sanket সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ যেন আপনাকে জান্নাত নসিব করেন!’

একই ধরনের পোস্ট করা হয়েছে আরও কয়েকটি আইডি থেকে। কেউ কেউ আবার শুরুতে পোস্ট করে পরে মুছে ফেলেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ