শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন

হামলার বিচার দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক কসবা সৈয়দাবাদ এলাকায় মানববন্ধন
রিপোর্টারের নাম / ১৬৮ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া কসবায় এক ‘সন্ত্রাসীর’ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে বিক্ষুব্ধ গ্রামবাসী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সৈয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করে তারা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্ট হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দাবাদ গ্রামের মৃত শহীদুল হক খানের ছেলে এনামুল হক খান সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে গ্রামের সাধারণ মানুষের ওপর অত্যাচার করে আসছেন। গত ৩০ মার্চ গ্রামের বাজারে দলবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৃত আব্দুর রউফ ভূইয়ার ছেলেদের হার্ডওয়্যার সামগ্রীর দোকানে গিয়ে চাঁদা দাবি করেন এনামুল। চাঁদা না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে আব্দুর রউফ ভূইয়ার ছেলে নোমান ভূইয়াকে মেরে রক্তাক্ত করা হয়। এ ঘটনার পর উল্টো নোমান ভূইয়াসহ তার ভাইদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন এনামুল। ওই মামলা প্রত্যাহারসহ হামলার ঘটনায় এনামুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

মানববন্ধনে হামলার শিকার নোমান ভূইয়া, আবু হানিফ ভূইয়া, হারুনুর রশিদসহ প্রায় দুইশ গ্রামবাসী অংশগ্রহণ করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ