মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন

৪ বছর বয়সী শিশু ওয়ালিদকে খুন করল কে 
রিপোর্টারের নাম / ১৬৩ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

স্টাফ রিপোর্টার :চট্টগ্রামের হাটহাজারীতে মো. ওয়ালিদ নামের শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। প্রায় ৪ বছর বয়সী ওয়ালিদ উপজেলার পূর্ব শিকারপুর এলাকার মো. জাফরের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, দুপুরে ওই শিশুকে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যান স্বজনরা। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মরদেহটি উদ্ধার করি আমরা। তার গলায় ও পেটে চাকুর আঘাত ছিল। কীভাবে সে জখম হয়েছিল সেটা বের করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় শিশুটির মা ও ফুপু বাড়িতে ছিলেন। তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিলেন বলে আমাদের জানিয়েছে। এ ঘটনায় বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ