এনই আকন্ঞ্জি:
ব্রাহ্মণবাড়িয়ায় শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ব্রাহ্মনবাড়িয়া শাখার উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। মাধ্যমিক শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারন সম্পাদক মোঃ আবু জামাল, শেখ শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মোঃ সাহেদ আলী, জিয়াউর রহমান চৌধুরী, কাজী জাহাঙ্গীর আলম, রেজাউল আজাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবী জানান। এরমধ্যে মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতিয়করণ, ঈদের পূর্বেই পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বদলি ও প্রধান সহকারি প্রধান এর উচ্চতর স্কেল।