মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালককে হত্যার অভিযোগ
রিপোর্টারের নাম / ১৮৫ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

স্টাফ রিপোর্টারঃ  ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে মাইক্রো স্টান্ডের টাকা ভাগাভাগি নিয়ে সাঈদ মিয়া (৬৭) নামের এক সিএনজি চালককে হত্যা করেছেন বলে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে নরসিংদীতে সাঈদ মিয়া নামের ওই বৃদ্ধ মারা যায়।

সাঈদ মিয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের জোড়াশার এলাকার মৃত জয়ধব আলী সরদারের ছেলে৷

নিহতের চাচাতো ভাই আহাদ আলী বলেন, গত বুধবার দুপুরে সরাইল বিশ্বরোড চৌরাস্তার সিএনজি স্টান্ড এলাকায় পশ্চিম কুট্টাপাড়ার খবিদ মিয়ার ছেলে জাকলেছের সাথে পূর্ব কুট্টাপাড়ার ঈমান আলীর ছেলে আরব আলীর মাইক্রো স্টান্ডের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এ বিষয়কে কেন্দ্র করে আরব আলী, আপেল মিয়া ও কাউসার সহ ১০-১২ জন লোক সাঈদ মিয়াকে সিএনজি স্টান্ড থেকে তুলে নিয়ে মাইক্রো স্টান্ডের সামনে মারধোর করেন। পরে তাকে আহত অবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরেরদিন দুপুরে ডাক্তার এনামুল হাসান ছুটি দেন৷ পরে বাড়িতে গিয়ে সাঈদ মিয়া রক্ত বুমি করে। পরে আবার সাঈদ মিয়াকে রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক দেখে ইমার্জেন্সি থেকে ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পথে নরসিংদীতে সাঈদ মিয়া মারা যায়।

তিনি আরও বলেন, ডাক্তারের চিকিৎসা অবহেলার কারনে সাঈদ মিয়া মারা গেছে। যারা মারধোর করে সাঈদ মিয়াকে হত্যা করেছে তাদের ফাঁসি দাবি জানান৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির ঘটনায় একজন সিএনজি চালককে হত্যার অভিযোগ পেয়েছি। মৃত্যুর সঠিক কারন জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত চলছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ