শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়।
রিপোর্টারের নাম / ৮৮ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

আর নয় মাদক, খেলাধুলায় মিলবে জয়।

বিশেষ প্রতিনিধি এনই আকন্ঞ্জি :
“মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়” স্লোগান কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিলাল স্মৃতি সর্ট সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার খৈয়াসার সার্কেল মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন সুনামধন্য চিকিৎসক সাইফুদ্দীন শুভ্র।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আখতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির পরিচালক ক্রিকেটার জীবন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন, মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুজন মিয়া, এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, মারজান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন প্রমূহ।

আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশের নবীন তরুন যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহন করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদক বিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। এ আয়োজনকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন।

উক্ত টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইদন মিয়া, কানু মিয়া, জয়নাল হাজারী, উৎস, মুরসালিন, ইসমাইল, নাঈম, প্রিয়ম, সামির, অন্তর, বেলাল ও ইসরাফিল।

উদ্বোধনীয় খেলায় তিতাসপাড়া ক্রিকেট একাদশের সাথে খৈয়াসার ক্রিকেট একাদশ মুখোমুখি হন। খেলায় তিতাসপাড়া একাদশকে ৪ উইকেটে পরাজিত করে বিজয়ী হয়েছেন খৈয়াসার একাদশ। এ টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে ১২টি দল অংশগ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ