রোববার(১৩ ফেব্রুয়ারি) মহিলাও শিশু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
মো.আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে ‘ শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যে নারী’ ক্যাটাগরীতে চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা নারী শায়লা শারমিন ঠাকুরের হাতে পুরস্কার- ক্রেস্ট ও সনদ এবং সম্মানী তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহাগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু:আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তর’র মহাপরিচালক ফরিদা পারভীন প্রমুখ।
উল্লেখ্য যে, সে এস,এস,সিতে কুমিল্লা বোর্ডে মেয়েদের মধ্যে ১ম ও সম্মিলিত ৪র্থ এবং এইচএসসিতে মেয়েদের মধ্যে ২য় ও সম্মিলিত ১১তম স্থান অর্জন করেছিল।