মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

শিক্ষা ব্যবস্থা জতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
এনই আকন্ঞ্জি / ১৩৪ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডরেশন ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আকরাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবির হোসেন, সংগঠনের আশুগঞ্জ শাখার সভাপতি শাহজাহান ভুইয়া প্রমূখ। এ সময় বক্তারা মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষনার মাধ্যমে সার্বজনিন বিজ্ঞান ভিত্তিত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ নানা দাবী জানান। মানববন্ধনে জেলার বিভিন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের কাছে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর