প্রতীক্ষা
শারমীন সুলতান
দিনান্তে কত রকম প্রতীক্ষা!
প্রতীক্ষা গোধূলি বেলায় সূর্যটা
কমলা থেকে রঙ ধার করলেই
সন্ধ্যা ঘনিয়ে আসবে।
কেউ প্রতীক্ষা করে খিড়কি দুয়ার খুলে
তুমুল বৃষ্টির ঝাপটা নেবে গায়
রাত্রি পেরোলেই শীত সকালে দেবদারু
প্রতীক্ষায় থাকে হেমন্তে পাতা ঝরবে
রেল স্টেশনে দাঁড়িয়ে দীর্ঘ প্রতীক্ষা…..
কৃষাণ যেমন কোমল ধানের চারা রুয়ে
প্রতীক্ষা করে একদিন ভরবে গোলা
তেমনি আমিও প্রতীক্ষায় থাকি
নদীটা আবার সমুদ্রের দিকে ধাবমান হবে।
যদিও স্বপ্নের ঘোরে অকস্মাৎ
পাল্টে যায় রাজদণ্ড।
মাঝে মাঝে জ্যামিটির কাঁটা কম্পাসও উলটো ঘোরে
তবুও প্রতীক্ষাকে জাগিয়ে তুলি
যেন প্রতীক্ষাই জীবনের আশা ও ভরসা।