মনিরুজ্জামান সাগর ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজে আলোচনা সভা ও একুশে পঙতিমালা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখর কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ কে এম শিবলী, শিক্ষক পরিষদের সম্পাদক কবি মহিবুর রহিম, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র অধ্যাপক আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্ধ।
আলোচনায় বক্তরা সর্বক্ষেত্রে মাতৃভাষা বাংলা ব্যবহারের দাবি জানান।
পরে শিক্ষার্থীরা একুশের পঙতিমালা আবৃত্তি করেন।
সকালে প্রভাত এবং শহীদ মিনারে ফুল দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন।