মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

গোলার আঘাতে ইউক্রেন সৈন্য নিহত : সশস্ত্র বাহিনী
রিপোর্টারের নাম / ১১৬ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
আন্তর্জাতিক ডেস্করাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ ক্ষেত্রের কাছে কামানের গোলার আঘাতে দেশটির এক সৈন্য প্রাণ হারিয়েছে। এদিকে দেশটিতে রাশিয়ার ব্যাপক আগ্রাসনের আশংকা করা হচ্ছে। সশস্ত্র বাহিনী এ কথা জানায়। 
ইউক্রেনের সেনাবাহিনী এ হামলার সুনির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করে বলেছে, সেখানে কামানের গোলার আঘাতে দুইজন আহত হয়েছে। তাদের একজনের অবস্থা ‘একেবারে আশংকাজনক’।
সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে এএফপি’র তৈরি করা পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে ইউক্রেনের নয় সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন গত চারদিনের ব্যাপক সংঘর্ষে প্রাণ হারায়।
বিদ্রোহী নেতারা কেবলমাত্র বেসামরিক নাগরিক হতাহতের কথা জানায় এবং তাদের যোদ্ধাদের মধ্যে কেউ নিহত হয়নি বলেও জানায় তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে নিয়মিত সৈন্য মোতায়েনের অনুমোদন দেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে তাদের প্রায় দেড় লাখ সৈন্য সমবেত করার পর দেশটিতে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে। (সূত্রএএফপি)
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর