মোহাম্মদ মনিরুজ্জামান সাগর( ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারুক আহম্মদ উল্লা খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন মহোদয়।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগন উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা বাংলার সঠিক ব্যবহারের আহ্বান জানান।
আলোচনা শেষে দেশাত্মবোধক এবং মাতৃভাষা বাংলা সংশ্লিষ্ট গান ও কবিতা পাঠ হয়।