মোহাম্মদ মনিরুজ্জামান সাগর – ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার, মেহারি ওবায়দিয়া আলিম মাদ্রাসার মোঃ আবদুল মালেক এর অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
মেহারি ওবায়দিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল মালেক (ধামতী হুজুর) এর অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়। ২৮/০২/২০২২ খ্রীঃ তারিখে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে, মাদরাসার সিনিয়র সহকারী অধ্যাপক ও সাবেক উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক রিয়াজ, অধ্যাপক আওয়াল স্যারসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্ধ।
জনাব আব্দুল মালেক ০১/০১১৯৮৮ খ্রীঃ অত্র মাদরাসায় যোগদান করে সুদীর্ঘ ৩২ বছর ৪ মাস সততার সঙ্গে শিক্ষকতার মতো মহান পেশায় দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা জনাব আবদুল মালেক এর সুদীর্ঘ কর্মময় জীবনের বিভিন্নদিক তুলে ধরেন। তার অবসর জীবন সুস্থতারসহীত কাটানোর জন্য দোয়া করেন।
সম্মানের সহিত বিদায় দেয়ার জন্য জনাব আবদুল মালেক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্ধ।