শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

দশ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক
মো. তাসলিম উদ্দিন / ১৪২ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

 

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে কুট্টাপাড়া মোড়ের পূর্ব দিকে কুট্টাপাড়া শ্মশান এর সামনে হতে ১০-কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।থানা সুত্রে জানা যায়, বুধবার(২ মার্চ) সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানার (ওসি) মো.শাহজালাল আলমের দিকনির্দেশনা এ এসআই হেলাল মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বের কুট্টাপাড়া শ্মশানের সামনে রাস্তার উপর হইতে দশকেজি গাঁজাসহ খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে। আটককৃতরা মো.রাজিব মিয়া (২৫), পিতা-মৃত দুলাল মিয়া, মাতা- মৃত শেফালী বেগম,
গ্রাম,ব্রাম শংকর পুর,(লালু সরদার বাড়ী), ভৈরব, কিশোরগঞ্জ। অপরজন মো.রোহান (২০), পিতা- মো. মাসুদ মিয়া, মাতা- মোছাঃ পারুল বেগম, গ্রাম কালিপুর ( খান মোহাম্মদ কমিশনার বাড়ী), ভৈরব, জেলা কিশোরগঞ্জকে ১০ কেজি গাঁজাসহ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে ধৃত করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহজালাল আলম বলেন, এ বিষয়ে হাইওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে হাইওয়ে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ