এনই আকন্ঞ্জি,
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শেখ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, স্থানীয় দৈনিক ইস্টার্ন মিডিয়ার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। এ সময় বক্তারা, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে আহŸান জানিয়ে বলেন, আধুনিক বিজ্ঞানময় যুগে সকলকে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলেই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে। উল্লেখ্য, প্লাস্টিক দূষনঃ ক্ষতিকর প্রভাব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৪৮টি স্টল প্রদর্শন করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম মেলায় প্রদর্শিত ৪৮টি স্টল পরিদর্শন করেন।