মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি-
ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ দিবস উদযাপন।
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখর কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ কে এম শিবলী, শিক্ষক পরিষদের সম্পাদক কবি মহিবুর রহিম, সিনিয়র অধ্যাপক আশরাফুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ ও অধ্যাপকমন্ডলী, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, আবদুল হান্নানসহ অন্যান্য শিক্ষকবৃন্ধ।
শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গভর্নিংবডি, শিক্ষকপরিষদ ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।