শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
এনই আকন্ঞ্জি / ৯৭ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

এনই আকন্ঞ্জিঃ টেকসই আগামীর জন্য জেন্ডারসমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়। সকালে বাংলাদেশ সরকারের অংশদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাট ফরম ফর ডায়ালগ প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের উদ্যোগে সার্কিট হাউজের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক ভিকারুন্নেসা ও প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। জেলা পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, শহর সমাজ সেবা কর্মকর্তা শরমিন রহমান চৌধুরী প্রমুখ। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ ৪০ জন সরাসরি ও ২০ জন ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন। এছাড়াও দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌর সভা চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দূস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত প্রমূখ। আলোচনা সভা শেষে সমাজসেবা, শিক্ষা ও তৃণমূল নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত ও নারী সংগঠক গীতা রানী দাসকে সংবর্ধিত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ