শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:২০ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার– আইনমন্ত্রী আনিসুল হক
রিপোর্টারের নাম / ১২১ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

স্টাফ রিপোর্টার:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। প্রথম কাজ হিসেবে তারা শিগগির জেলা পরিষদ নির্বাচন দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে সেটি করবে সরকার।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে করকার। এ কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ