প্রত্যাশা টিভি ডেস্ক : কসবা মন্দভাগ মাজার গেইটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে পড়ে একজন শিশু নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (১২ মার্চ ) দুপুর চার টার দিকে কসবা টু নয়নপুর রাস্তা মন্দভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিটি বায়েক মোড় এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে কসবা বাজার দিকে যাচ্ছিল। হঠাৎ বায়েক ইউনিয়ন মন্দভাগ মাজার গেইট এলাকায় এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে নিচে খাদের মধ্যে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়, দুইজন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে কসবা থানা পুলিশ পরিদর্শন করেন।