মো. মিকাইল অাহমেদ (আশুগঞ্জ প্রতিনিধি)
নতুন প্রজন্মের বিজ্ঞানমনস্ক চেতনাকে আরও দৃঢ় করার প্রত্যয়ে দেশসেরা কলেজ নটর ডেমে বসেছে দেশের সর্ববৃহৎ বিজ্ঞানমেলা। প্রতিবছরের মতো এবারও রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে অায়োজিত ‘নটর ডেম বার্ষিক বিজ্ঞান মেলা ২০২১ ও ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’য় GKC Competition এ সারাদেশে পঞ্চম স্থান অধিকার করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অাশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের টিম এম.বি.এ স্কোয়াড। টিম লিডার মো. হাবিবুর রহমান বিনয় এর নেতৃত্বাধীন দলটিতে অন্যান্য প্রতিযোগি হিসেবে ছিলেন ইন্দ্রনীল মিস্ত্রি মুগ্ধ ও তাহসিন আহমেদ ভুইয়া। এ দলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জনাব মো. মঈন ঊদ্দিন মঈন। সারাদেশের প্রায় ১২০০ স্কুলকে প্রতিযোগিতায় হারিয়ে এ গৌরবউজ্জ্বল সাফল্য অর্জন করেছে টিম এম.বি.এ স্কোয়াড। উল্লেখ্যযে, এ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ স্থানে একমাত্র অাশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের টিম এম.বি.এ স্কোয়াড ব্যাতীত রাজধানী ঢাকার বাইরের অার কোন শিক্ষাপ্রতিষ্ঠান ছিলোনা। ঈর্ষণীয় এ ফলাফলে অত্যন্ত খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এবারের নটরডেম বিজ্ঞানমেলায় সর্বমোট ১০টি ইভেন্ট এবং একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে অাগামীতে সারাদেশে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।