মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি-
জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়া সদর ৩ আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর পক্ষ থেকে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং দুঃস্থমহিলাদের মধ্যে সেলাইমেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ বলেন- তার সরকার প্রতিবন্ধিদের উন্নয়নে যে সুযোগ সুবিধা দিয়েছে তা অন্য কোনো সরকার করতে পারেনি।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়নসহ তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বর্ণনা দেন।