‘ডন কো পাকড়ানা মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়’ এই ডায়লগ বলিউড বাদশা শাহরুখ খানের মুখে শোনা যায় তার অভিনীত ডন সিনেমায়।
শুধু সিনেমার সেই ডনকে নয়, শাহরুখকেও নাগালে পাওয়া শুধু মুশকিলই নয় অসম্ভব প্রায়, সেই তিনিই বডিগার্ড ছাড়া ঘুড়ে বেড়াচ্ছেন রাস্তায়, ভক্তদের সঙ্গে তুলছেন ছবি।
পাঠান সিনেমার শুটিং করছেন কিং খান। আপাতত স্পেনে রয়েছেন তিনি। শুটিংয়ের ফাকে সেদেশের রাস্তায় নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা।
রাস্তায় শাহরুখকে দেখে অবাক অনেকেই। এই সুযোগ হাতছাড়া করতে চাননি তার ভক্তরা।
শাহরুখকে পেয়ে সেলফির আবদার জোড়েন তারা। কিং খানও সেই আবদার রেখেছেন। সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই সব ছবিতে শাহরুখের খোলা লম্বা চুলের বাহার নজর কেড়েছে তার ভক্তদের।
পাঠানের জন্য নিজের লুক ও বডি একেবারে বদলে ফেলেছেন শাহরুখ। তার সেই লুক দেখেই তাকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছে ভক্ত-অনুরাগীরা।
পাঠান সিনেমায় জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোনও অভিনয় করছেন। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি।