মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি-
ব্রাক্ষণবাড়িয়া বাসুদেব ইউপির ১ নং ওয়ার্ড চান্দির তিতাস নদী থেকে কোড্ডা বড়ব্রিজ বাইপাস পর্যন্ত রাস্তা করার দাবি।আজ ৬/৪/২০২২ খ্রীঃ তারিখে চান্দি গ্রাম কমিটির সভাপতি আব্দুর রহিম ( সওদাগর) মেম্বারের সভাপতিত্বে গণশুনানির সভায় প্রধান অতিথি ছিলেন ১২ নং বাসুদেব ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম মোল্লা।
বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড চান্দির বর্তমান মেম্বার টিপু সুলতানসহ অন্যান্য ওয়ার্ডের মেম্বারগণ। আরও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণশুনানির সভায় বর্তমান মেম্বার টিপু সুলতান বলেন চান্দি হাই স্কুল মাঠ থেকে তিতাস নদীরপাড় এবং নদীরপাড় থেকে কোড্ডা বড়ব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কার ও বাস্তবায়নের জন্য বর্তমান চেয়ারম্যানের কাছে জোরদাবি জানান।
তিনি বলেন চান্দি গ্রামের একটা বড়ো অংশ নদীর পাড়ে বসবাস করেন। রাস্তা না থাকার কারণে অসুস্থ মানুষের জন্য অনেক কষ্ট হয়। এ রাস্তাটা সংস্কার এ গ্রামের মানুষের প্রানেরদাবি বলে টিপু সুলতান তার বক্তব্য উল্লেখ করেন। এছাড়াও গ্রামের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম মোল্লা রাস্তাটি করার বিষয়ে গ্রামবাসিকে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বর্তমান মেম্বার টিপু সুলতান ও সভাপতি।