শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় হাসপাতালের ভর্তি ৭১ ডায়রিয়ায় আক্রান্ত রোগী
রিপোর্টারের নাম / ১২০ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

 

এনই আকন্ঞ্জি :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনিই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অনুকূলে থাকলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭১ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১০৬ জন সদর হসাপতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রয়েছে। বুধবার ছিল ১১৭ জন। তবে আসন সংকটের কারণে অধিকাংশ রোগীকে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ রোগীর স্বজনরা দুর্ভোগে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘন্টায় কিছুটা উন্নতি হয়েছে ডায়রিয়া পরিস্থিতির। এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল এর ডায়রিয়া ওয়ার্ড সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ পরিদর্শন করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসানসহ হাসপাতালের অন্যন্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ