শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

আখাউড়া-আগরতলা রেললাইন নির্ধারিত সময়ে প্রকল্প সম্ভব নয়’ 
রিপোর্টারের নাম / ১৪৩ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

মোহাম্মদ রাসেল মিয়া :

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর নো-ম্যানসল্যান্ডে রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি। কাজের অগ্রগতি দেখার জন্য আমার সহকর্মীরা নিয়মিত এখানে আসছি। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আসা করছি শিগগিরই প্রকল্পের কাজ শেষ হবে।

এ সময় কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, ‘এ বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ সময়ের মধ্যে সেটা সম্ভব হবে না। ঠিকাদার বলেছে, জুনের মধ্যে তারা শুধুমাত্র রেললাইন বসানোর কাজ শেষ করবেন।

‘স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্যান্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি। তবে সেটাও না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তারসহ অনেকে।

সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ