মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইলেন আইনমন্ত্রী আনিসুল হক।
রিপোর্টারের নাম / ১৩৪ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

প্রত্যাশা টিভি ডেস্ক :

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল

তিনি বলেন, এই সমস্যা জিইয়ে না রেখে দ্রুত সমাধান করতে হবে। তাই নতুন করে চিঠি পাঠানো হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি হলো। এই সম্পর্ক রক্ষার জন্য আগামীতে দুই দেশের মধ্যকার সমস্যা মিটিয়ে ফেলে নতুন করে বন্ধুত্ব গাঢ় করার পথে হাটবে দুই দেশ।

তিনি বলেন, আমার পক্ষ থেকে আমি ওনাকে পরিষ্কার বলেছি, আমাদের একটা দাবি আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী এবং আদালতের সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি রাশেদ চৌধুরী সেখানে (যুক্তরাষ্ট্র) পালিয়ে আছে, তাকে ফেরত দেওয়ার ব্যাপারে। তিনি যেটা বলেছেন, সেটা হচ্ছে, এটা তো একটা বার্নিং ইস্যু, এ ইস্যুগুলো দ্রুত ফয়সালা করা উচিত। এ বিষয়টিতে আমাদের সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক সেটা তিনি (রাষ্ট্রদূত) চান না। সেটা নিয়ে কিছু আলাপ হয়েছে। যেগুলো আমি এখন বলব না।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনোই বাক-স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি এর কিছু অপব্যবহার হয়েছে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কী পদক্ষেপ নিয়েছি, সেটাও উল্লেখ করেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর