শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা 
রিপোর্টারের নাম / ১৬১ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

 

চলতি বছর সর্বনিম্ন জনপ্রতি ৭৫ টাকা ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১০ টাকা।

এর আগেরবার জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন ৭০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা।

দেশের সব বিভাগ থেকে সংগ্রহ করা গম, আটা, যব, কিসমিস, খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।

উন্নতমানের গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭৫ টাকা দিতে হবে। যব দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩০০ টাকা, কিসমিস দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৪২০ টাকা, খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা এবং পনির দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে।

ইসলাম ধর্মাবলম্বীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পাঁচটি পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ