মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ পালিত
রিপোর্টারের নাম / ৮৮ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

 

এনই আকন্ঞ্জি ,
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টেংকার পাড় লোকনাথ দিঘীর ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ফারুকি পার্কে গিয়ে শেষ হয়। সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, জাসদ সভাপতি আক্তার হোসেন সাঈদ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী মেলা বসেছে ফারুকি পার্কে। লাঠি খেলা, সাপ খেলা, নাগরদোলা, লোকজ মেলাসহ বাঙালী সংস্কৃতির নানা আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর