মোহাম্মদ রাসেল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউপির পুটিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতভিটায় ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে। এসময় ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত দুজনকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনায় মো রমজান হোসেন নামে আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে, আসামী মো রফিক মিয়া ৪৮ পিতা মৃত আঃ রাজ্জাক,মোঃ মিজান মিয়া মিরু৪৫ পিতা মৃত মোঃ বাদশা মিয়া,মোঃ আনিস মিয়া ২৫ পিতা মোঃ রফিক মিয়া,মোঃ চান মিয়া মালু ২৮ পিতা মোঃ বাদশা মিয়া,মোঃ শহিদ মিয়া ৩৫ পিতা মোঃ বাদশা মিয়া,মোঃ হানিফ মিয়া ৪৮ পিতা মৃত আঃ রাজ্জাক, মোঃ তাজু মিয়া ৩২ পিতা মৃত আঃ রাজ্জাক,মোঃ ফুল মিয়া ২৮ পিতা মোঃ মাফিজ মিয়া,মোঃ রিদয় মিয়া ২২ পিতা মোঃ শহিদ মিয়া,মোঃ ইউনুছ মিয়া ৩৫ পিতা মোঃ ঝারু মিয়া,মোঃ পিরন মিয়া ৩৫ পিতা মোঃ বাদশা মিয়া,মোঃ জিলানী মিয়া ২৩ পিতা মোঃ মফিজ মিয়া,মোঃ রাশেল মিয়া ২৪ পিতা মোঃ রফিক মিয়া,মোঃ জীবন মিয়া ৩৫ পিতা মৃত আঃ রাজ্জাক, মোঃ রিফাত মিয়া ২০ পিতা মোঃ সহিদ মিয়া,মোঃ উজ্জল মিয়া ২৪ পিতা মোঃ ইউনুস মিয়া,এর সাথে পূর্বে থেকেই বাদীর সামাজিক মতবিরোধ বিদ্যমান থাকাবস্থায় আসামীগণ পরষ্পর যোগসাজশে গত ১৮ মে ২০২২ তারিখে অনুমান ২ টায় বাদীর বসতবাড়িতে আসামীগণ আক্রমণ করে।এ সময়ে আসামীরা বাদীর ঘরবাড়ীতে ব্যাপক ভাংচুর করে ও ষ্টিলের আলমিরা ভেঙ্গে লুটপাট চালায়। আসামীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নেয় এবং মহিলাদের শ্লীলতাহানি ঘটায়। আসামীরা এলাকায় সন্ত্রাসী, দাঙ্গাবাজ, লাঠিয়াল,মাদক ব্যবসায়ী বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ব্যাপারে বাদীর এজাহারটিকে মামলা হিসাবে গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।