মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর গলায় ফাঁস, হাসপাতালে মৃত্যু 
রিপোর্টারের নাম / ৪০৬ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অনামিকা রায়ের মৃত্যু হয়।

হাসপাতালের চেয়ারম্যান আশিষ চক্রবর্তী  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকাকে গুরুতর অবস্থায় সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ২১ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়।

এর আগে অনামিকাকে ভর্তি করা হয় নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের সিসিইউতে।

এই হাসপাতালের পরিচালক বাবুল মিয়া বলেন, ‘গলায় ফাঁস দেয়ার কারণে রোববার বিকেলে ওই নারীকে আমার হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।’

এ বিষয়ে ঢাকার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা রোববার দুপুরে আত্মহত্যা করার জন্য গলায় ফাঁস দেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ঘটনায় অপমৃত্যু মামলা করেছেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর