মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

সরাইলে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রিপোর্টারের নাম / ৩৭৭ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

 

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবিড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৯ মে রোববার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. আসলাম হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মো.শফিকুল ইসলাম কানু.উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,সরাইলউপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ. সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক.উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ. সাংবাদিক আইয়ুব খান. উপজেলা জাতীয় পার্টি নেতা মো. হুমায়ুন কবির, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন.কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তা মোছা.বিউট আক্তার, উপজেলা এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী মো. মাসুদ মজুমদার।সরাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভার শুরুতে জন্ম নিবন্ধন ও বিদ্যুৎ নিয়ে গুরুত্ব এবং আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নৌপথে ডাকাতি-মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য তাকে যে,বিদ্যুৎ নিয়ে উপস্থিত বক্তারা অনেক কিছু বললেও আজও ঐ অফিসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর