মোহাম্মদ রাসেল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪জুন, শনিবার সকাল ১০টায় দীর্ঘ ৯ বছর পর উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত অতিথিদের অভ্যত্থনা জানাতে প্রায় ৫ কিলোমিটার ব্যাপী সড়কে নির্মিত হয়েছে ১৭০টি তোরণ। সম্মেলনকে ঘিরে অনুষ্ঠালস্থল কসবা টি. আলী ডিগ্রী কলেজ মাঠ ও আশপাশ এলাকা নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কমিটির মাধ্যমে দলকে চাঙ্গা করে তোলা ও তৃণমূল শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।কসবা টি. আলী ডিগ্রী কলেজ মাঠে আজ শনিবার কসবা উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও কসবা উপজেলা আওয়ামী লীগ এর আহ্বায়ক আনিসুল হক এমপি এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি, এবাদুল করিম বুলবুল এমপি, এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) এমপি।উল্লেখ্য সর্বশেষ ২০১৩ সালে কসবা উপজেলা আওয়ামী লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সাবেক এমপি আলহাজ্ব এড. শাহ আলমকে সভাপতি ও কাজী মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পর উপজেলা আওয়ামী লীগ এর ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক নির্বাচিত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।