মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৮
রিপোর্টারের নাম / ১৫০ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

স্টাফ রিপোর্টার: বরিশালের গৌরনদীতে মাদক ও ভিবিন্ন মামলায় সাজাপ্রাপ্ত নারী পুরুষ পলাতক আসামীসহ- ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন গৌরনদী মডেল থানার পুলিশ। এরা জিআর-ও সিআর মামলায় নিস্পত্তিকৃত গ্রেফতারী পারোয়ানার তালিকা ভূক্ত আসামী,গৌরনদী উপজেলার ভিবিন্ন এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদেও ভিত্তিতে ১৯ জুন রবিবার রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন গৌরনদী উপজেলার,সুন্দরদী গ্রামের হবিজ সরদারের পুত্র-ফরহাদ সরদার-(সাজাপ্রাপ্ত) জিআর ৪৬/১৭, নরসিংহলপট্রি গ্রামের আঃ বারেক হাওলাদারের পুত্র মাইনুদ্দিন হাওলাদার-(সাজাপ্রাপ্ত) সিআর ১২৭/২২,সেসন-৪৯৩/২১, কটকস্থল গ্রামের স্বামী হালিম ঘরামীর-স্ত্রী বুলু বেগম,সিআর-২৯০/২২, উত্তর বিজয়পুর গ্রামের স্বামী মনিরুজ্জামান-স্ত্রী-রোজিনা আক্তার,সিআর-২৯১/২২, দেওপাড়া গ্রামের পিতা-অমূল্য চন্দ্র দাসের পুত্র-জয় চন্দ্র দাস,সিআর-২৮৮/২২, চরগাধাতলী গ্রামের স্বামী-রহমতউল্লাহ স্ত্রী নাজমিন আক্তার-সিআর-২৭১/২২, বড় দুলালী গ্রামের-পিতা-হানিফ সরদারের পুত্র-জসিম সরদার-জিআর-২৪৭/২১,পিঙ্গলাকাঠী গ্রামের পিতা-বামগ মন্ডলের পুত্র-শ্যামা মন্ডল-সিআর-২৭৬/২২।এরা সবাই ওয়ারেন্ড ভূক্ত ও পলাতক আসামী, গৌরনদী থানার বাসীন্দা।
গৌরনদী মডেল থানার (অফিসার) মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও ভিবিন্ন মামলায় ওয়ারেন্ড ভূক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী দীর্ঘদিন পলাকত ছিলো, আমার থানার ডিউটিরত একদল এসআই ও পুলিশ‘টিম এদের গ্রেফতার করে,আজ সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর