মোহাম্মদ রাসেল মিয়া:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপির তিনলাখপীর বিলে বন্যার পানিতে ভেসে উঠা নিখোঁজের ১৭ ঘণ্টা পর (নাজির মিয়ার)’র লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০মিনিটে নাজিরের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন তিনলাখপীর কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে নিজ বাড়ি থেকে গতকাল বেলা ১২টায় মাছ ধরতে তিনলাখপীর বিলে বের হয়। বেলা প্রায় তিনটার পর থেকে খোঁজে পাওয়া যায়নি। নাজির মিয়া পেশায় একজন কৃষক । সকাল বিলে ভেসে উঠার পর স্থানীয়রা দেখে নৌকা নিয়ে নাজিরের লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল রাত ১টার দিকে চাঁদপুর থেকে উদ্ধারকারী দল আসলেও উদ্ধার করতে পারেনি। আজ সকাল ৮টায় পুনরায় উদ্ধারের কাজ করার কথা থাকলেও সকাল ভোর ৬টা ৪০মিনিটে (নাজির মিয়ার) লাশ পানিতে ভেসে উঠার পর স্থানীয়রা লাশ অবশেষে উদ্ধার করতে দেখা যায়। এলাকায় চলছে শোকের মাতম।