কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পৌরসভার গুরুহিত-আকাবপুর এলাকায় বুধবার সকালে ৪ কেজি গাঁজাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
গাজাসহ আটককৃত পাচারকারী হলেন, রাজধানীর মোহাম্মদপুরের কুলসুম (২২), সোনিয়া বেগম (২০), লাভলী আক্তার(১৮)।
এ ব্যাপারে কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে ও কসবা সার্কেল সিনিয়ার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গুরুহিত- আকাবপুর ফরিদ মিয়া কাঠবাগান এলাকায় থেকে ৮ কেজি গাঁজাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।