স্টাফ রিপোর্টার: “আমরা বন্ধুত্বকে হৃদয়ে লালন করি ” স্লোগানে মুখরিত বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর আনন্দ মুখর পরিবেশে শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯৪ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের ঈদপূর্ণমিলনী ও আনন্দ উৎসব উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১১ জুলাই ২০২২) সকালে শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য বলেন- মাদক, সন্ত্রাস ও নানা অপরাধ অপকর্ম থেকে নিজেদের বিরত রেখে সৎ ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং নিজেদেরকে একজন দূর্নীতি মুক্ত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ার তুলার মাধ্যমে সমাজ এবং দেশের জন্য ভূমিকা রাখার আহবান জানান।বর্নাঢ্য এই আনন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিলেন সাফায়েত চৌধুরী, নাছির উদ্দিন,মোহাম্মদ আলম (ওসি) , শাহ মোহাম্মদ জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, উবাদুল হক সরকার টিপু, জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম, সুলতান আহমেদ, শাহিন, আলম, সেলিম, শাহাজান, জাকির হোসেন, সেলিম, শংকর সাহা, তানজিল, সোলেমান, রুস্তম, খায়রুল, শামীম, শ্যামল, রুমি, শাহিন সুলতানা প্রমুখ।
প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য বলেন- মাদক, সন্ত্রাস ও নানা অপরাধ অপকর্ম থেকে নিজেদের বিরত রেখে সৎ ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং নিজেদেরকে একজন দূর্নীতি মুক্ত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ার তুলার মাধ্যমে সমাজ এবং দেশের জন্য ভূমিকা রাখার আহবান জানান।