কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া কসবা বিনাউটি ইউনিয়নে (২৫ জুলাই) সোমবার ভোর রাতে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়নের মজলিশপুর রাউৎহাট সড়কের মনিচং নামক স্থান থেকে ১৮ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। আটককৃতরা হচ্ছে, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠোটা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত শাহজালাল মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।
এদের বিরুদ্ধে কসবা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।