মোহাম্মদ রাসেল মিয়া :ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় গাঁজাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কাস মিয়া (৩৫), আবির হোসেন (২০) ও সুমন মিয়া (২০)। আটকের সময় তাঁদের কাছ থেকে ৩৫ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কসবা থানার এসআই আমির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। গতকাল শুক্রবার রাতেও তিনজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।