শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১২ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

মানবিক মানুষের পৃথিবী গড়তে ছাত্রদের প্রতি আহ্বান জানান – যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।
রিপোর্টারের নাম / ৮৮ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

মোহাম্মদ মনিরুজ্জামান সাগর ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ ও চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, আধুনিক ব্রাহ্মণবাড়িয়ার রূপকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কে জানতে হলে বঙ্গবন্ধু কে জানতে হবে। মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ বিধস্ত বাংলাদেশ কে পুনর্গঠিত করেন। তিনি দেশের অর্থ ব্যবস্থাকে ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। কেন্দ্রীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌ- বাহিনী প্রতিষ্ঠা করেন। ছোট- বড়ো সাড়ে তিন হাজার ব্রিজ নির্মান করেন। যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেয়া প্রায় এককোটি মানুষের পুনর্বাসন করেন।
তিনি বলেন বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। তিনি বার বার আমাদের কে মানুষ হওয়ার কথা বলেছেন।
আজকে নতুন প্রজন্মের দায়িত্ব হলো নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা তবেই আমরা মানবিক মানুষের পৃথিবী গড়ে তুলতে পারব।
১৫ ই আগষ্টে শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং সবাই কে বঙ্গবন্ধু জীবনি পড়ার আহ্বান জানান। এছাড়াও নতুন প্রজন্মের শিক্ষার্থীরা স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদের মর্যাদা বীরোচিত সাহসীকতার কথা স্মরণ করবে।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের বেগম রোকেয়া খ্যাত, বিশিষ্ট শিক্ষানুরাগী চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ গভর্নিংবডি সভাপতি প্রফেসর ফাহিমা খাতুন মহোদয়, কোষাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও সাবেক মহাপরিচালক (গ্রেড-১), মাউশি।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন যেখানে ধনী গরীবের বৈষম্য থাকবে না।
ছাত্রদেরকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ একেএম শিবলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক কবি মহিবুর রহিম, ব্যবস্হপনা বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম,হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখর কুমার রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেমসহ কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্রবৃন্দ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ