শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

কসবায় স্কাউট’র ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি ইউএনও, সম্পাদক নজরুল ইসলাম
রিপোর্টারের নাম / ১৩২ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

মোহাম্মদ রাসেল মিয়া : কসবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ ও সমাজ সেবা সর্বদা নিজেকে প্রস্তুত রাখার মূলমন্ত্র নিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তুলার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাংলাদেশ স্কাউটের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫আগষ্ট) বিকাল ৩.০০ টায় বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল যুগ্ম-সম্পাদক এ বি এম আবুল হাসেম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পাদক নিয়াজ মুহাম্মদ কাজল, সাবেক কসবা প্রেস ক্লাব সভাপতি সোলেমান খান।সম্মেলনে ইউএনও মাসুদ উল আলম সভাপতি, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় বাদৈর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়।নব-গঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হন উপজেলা স্কাউট কমিশনার পদে সাকাইয়েত হোসেন, (কোষাধ্যক্ষ) পানিয়ারূ সরকারি প্রাথমিক বিদ্যালয় দেলোয়ার হোসেন, (যুগ্ম সাম্পাদক) আমজাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য-কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সভাপতি ও বাদৈর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ঠ ৩বছর মেয়াদী ওই নিয়মিত কমিটি কমিটি গঠন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ