মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু গং এর বিরুদ্ধে সচেতন ছাত্র ও যুব সমাজের সংবাদ সম্মেলন
রিপোর্টারের নাম / ১১৮ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

এনই আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে যুব পঞ্চায়েত নামধারী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুব পঞ্চায়েত নামে একটি নামসর্বস্ব সংগঠন। উক্ত সংবাদ সম্মেলনে যুব পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক মোঃ ইলিয়াছ দুটি হত্যাচেষ্টা মামলাকে আড়াল করতে এবং উক্ত মামলা থেকে অব্যাহতি পাওয়ার উদ্দেশ্যে হত্যা মামলার জখমী আশিকুর রহমান হৃদয় এবং মামলার সাক্ষী মেহেদী হাসান লেলিনকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে। যা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ সময় তিনি আরো জানান, শফিকুল ইসলাম মধ্যপাড়া এলাকার একজন চিহ্নিত ভূমিদুস্য। তিনি একাধিকবার ভূমিদস্যুতা মামলায় কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক ভূমিদস্যুতার মামলা চলমান রয়েছে। তিনি, ইলিয়াছ ও শফিক গং কর্তৃক আণিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করে তাদেরকে সামাজিকভাবে বয়কটের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রণি, সহ-সম্পাদক আশরুফুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়, শ্রমিক লীগের সদস্য কামাল মিয়া প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর