শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

বঙ্গকন্যার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে বললেন, এমপি শিউলি আজাদ
রিপোর্টারের নাম / ৭১ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ বলেছেন, এদেশের মানুষের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। দেশের মানুষ আগের চেয়ে খেয়ে পড়ে ভালো আছেন,এখন আর স্বপ্ন নই বঙ্গকন্যার হাত ধরে দেশ এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। ’ সরাইল উপজেলা প্রশাসনও সমবায় বিভাগ এর আয়োজিত (৫ নভেম্বর )শনিবার সকাল ১১ টার দিকে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া ৩১২ সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ উপরোক্ত কথাগুলো বললেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত করেন শাহী মসজিদের পেশ ইমাম আমানুল্লাহ আমান। উপজেলা সমবায় কর্মকর্তা মো. মওদুদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা বিআরডিবির সভাপতি আবু কাউছার ঠাকুর রুবেল।আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়/সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।এ সময় এমপি শিউলি আজাদ আরো বলেন,গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে।তিনি বলেন,আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতি গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ