কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শুক্রবার( ১৮ নভেম্বর ) রাতে ব্রাহ্মণবাড়িয়া কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে দ্বীন ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গোপনীনাথপুরে ধজনগরের গ্রামের আবদুল হাই মিয়ার ছেলে। এ ঘটনায় কসবা থানা আবদুর রাজ্জাক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) গোপন সংবাদে রাতে উপজেলার গোপীনাথপুর গ্রামের ধজনগর বাগানবাড়ি সংলগ্ন মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ৬ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে